

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের আক্কেলপুর থেকে ৭০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃ মাদক ব্যবসায়ীরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কলমী গ্রামের ইউনুস আলীর ছেলে ইব্রাহিম খলিল(৫৩) ও বাগেরহাটের মোরেলগঞ্জের ডুমুরিয়া গ্রামের মৃত মহাসিনালের ছেলে আব্দুর রহিম(২৫)।
রবিবার (২৩ জুলাই) রাতে আক্কেলপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেঁসের মোড়ে একটি পিকআপ ভ্যান থেকে ৭০ কেজি গাঁজাসহ
তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়ার সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম সোমবার (২৪ জুলাই) প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানা একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার করা হয়েছে।