Saturday, April 12সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ক্র্যাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপি কমিশনারের শুভেচ্ছা

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: আজ রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশিদকে ফুলেল শুভেচ্ছা জানান ডিএমপি কমিশনার।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন,ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।
এ সময় তিনি বলেন,পুলিশ ও সাংবাদিক পরস্পরের সহযোগী বন্ধু হিসেবে কাজ করেন। সাংবাদিক ভাইয়েরা পুলিশকে অনেক ঘটনার তথ্য দিয়ে সহযোগিতা করে।এ সময় তিনি পুলিশের তরফ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে আরও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আশা ব্যক্ত করেন।
এ সময় ক্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ডিএমপি কমিশনার কে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান ।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম(বার), র্যাবের মিডিয়া উইং-এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং ক্র্যাবের সহ-সভাপতি মাসুম মিজানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন