Tuesday, September 9সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দক্ষিণখান থানায় গণধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর দক্ষিণখান থানায় গণধর্ষণ মামলায় এজাহারনামীয় ৩ জন আসামীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দক্ষিণখান থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইকবাল হোসেন, জালাল উদ্দিন ও মোঃ হাকিম মিয়া।
দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মামুনুর রহমান জানান, গত ১৪ নভেম্বর ২০২২ খ্রি. তারিখ রাতে দক্ষিণখান থানার মধুবাগ কবরস্থান সংলগ্ন এলাকায় একজন ভিকটিম গণধর্ষণের শিকার হন। পরবর্তীতে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ১৫ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে দক্ষিণখান থানায় একটি গণধর্ষণ মামলা রুজু করা হয়। মামলাটি তদন্ত শুরু করে থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা রুজুর কয়েক ঘন্টার মধ্যে থানার একটি টিম ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে ইকবাল, জালাল ও হাকিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের দক্ষিণখান থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃতরা বিজ্ঞ আদালতে ধর্ষণের সাথে জড়িত মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার বাটন