Sunday, May 5সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দু-একদিনের মধ্যে কমবে তেলের দাম: বাণিজ্য সচিব

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে তেলের দাম কামায় দেশেও দাম কমার বিষয়ে সুখবর দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।

রোববার (২৬ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোজ্যতেলের দামের ক্ষেত্রে আগামী দু-একদিনের মধ্যে সুখবর আসতে পারে। আশা করছি, এ সময়ের মধ্যে তেলের দাম কমবে।

বাণিজ্য সচিব বলেন, একদিকে বিশ্ববাজারে তেলের দাম কমছে অন্যদিকে দেশের ডলারের মূল্য মান বেড়েছে। এটা অ্যাডজাস্ট করে তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববাজারে যতটা দাম কমেছে তার সবচেয়ে খুব সুবিধা পাওয়া সম্ভব হবে না ডলারের দাম বাড়ার কারণে।

এর আগে গত শুক্রবার (২৪ জুন) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জানিয়েছে, বিশ্ববাজারে ক্রমাগতভাবে দাম কমার পরও দেশে ভোজ্যতেলের দাম বাড়ছে। কিন্তু বাণিজ্যমন্ত্রী একাধিকবার দাম সমন্বয়ের আশ্বাস দিলেও ফল আসছে না। বিশ্ববাজারের দাম কমায় দেশের বাজারে সমন্বয়ের দাবি জানায় ক্যাব।

শেয়ার বাটন