Thursday, November 20সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

গাজীরহাট-কালিগঞ্জ সড়কের উভয় পার্শ্বের অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

লতিফুল ইসলাম, নলতা প্রতিনিধি: গাজীরহাট-কালিগঞ্জ সড়কের উভয় পার্শ্বের অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল ১৮ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী প্রকৌশলী (সওজ) সাতক্ষীরা স্বাক্ষরিত একটি গণ বিজ্ঞপ্তিতে ৩ ডিসেম্বরের ভিতরে অবৈধ দখলদারদের নিজ খরচে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয় সওজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়-এতদ্বারা সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাতক্ষীরা সড়ক বিভাগাধীন সাতক্ষীরা (আলিপুর)-সখিপুর-কালিগঞ্জ-শ্যামনগর-ভেটখালি (আর-৭৬৭) আঞ্চলিক মহাসড়কের ১৭তম কিলোমিটার এ অবস্থিত গাজীরহাট বাজার হতে ৩০তম কিলোমিটার এ অবস্থিত কালীগঞ্জ বাস টার্মিনাল ও কাকশীয়ালী ব্রীজ এর উভয় পার্শ্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা আগামী ০৩-১২-২০২৫খ্রি: এবং ০৪-১২-২০২৫খ্রি: তারিখে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এস্টেট ও আইন কর্মকর্তা, সওজ, ঢাকা জোন, ঢাকা এর সহযোগিতায় অপসারণ করা হবে।

এমতাবস্থায়, সকল অবৈধ স্থাপনা উল্লেখিত সময়ের পূর্বে অবৈধ দখলদারদের নিজ খরচে সরিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল।

শেয়ার বাটন