কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সবিতা রানী ঘোষ (৫৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) ভোরে দিকে উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামে। আত্মহনকারী সবিতা রানী আমিয়ান গ্রামের দীনবন্ধু ঘোষের স্ত্রী।
এ ঘটনায় থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলায় সবিতা রানী ঘোষের ছেলে উত্তম ঘোষ (৩২) জানান, তার মা কয়েকবছর যাবত মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরআগে একবার তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি গত সোমবার রাত ২ টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোন সময় বাড়ির রান্নাঘরের আড়ার সাথে রশির সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘‘সবিতা রানী ঘোষ নামে এক নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
