

মামুন বিল্লাহ, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২৫ জানুয়ারী সাতক্ষীরা জেলা সমাবেশ উপলক্ষে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) ভদ্রখালি বিএনপি অফিসে বিকাল ৪টায় উপজেলা কৃষকদলের প্রস্তুতি সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কালিগঞ্জ উপজেলা আহ্বায়ক মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক/সদস্য সচিব বৃন্দ। সভাপতির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান বলেন আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরা ০৪ এর গণমানুষের নেতা সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিনের তত্ত্বাবধানে কালিগঞ্জ উপজেলা কৃষকদলের নেতৃত্বে ৩০ টি বাস যোগে ১৫/২০ হাজার নেতাকর্মী নিয়ে সাতক্ষীরা রাজ্জাক পার্কে জেলা বিএনপির সমাবেশ সফল করবো ইনশাআল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সিনিঃযুগ্ন আহ্বায়ক শাহাজান আলী মোড়ল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম মিলন, জাকির, ওমর প্রমুখ।