Tuesday, September 2সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

নলতায় জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা অনুষ্ঠিত

আবুল কালাম বিন আকবার,নিজস্ব প্রতিনিধি: “৭১ এর বিজয় যে ইতিহাস সৃষ্টি করেছিলো, ২৪ এর অভ্যুত্থান তার প্রতিচ্ছবি”। ছাত্র-জনতার বিপ্লব, অভ্যুত্থানকে শিক্ষার্থীদের মাঝে সুস্পষ্ট ও সঠিক ইতিহাস জানানোর জন্য ১৫ জানুয়ারী বুধবার বেলা ১১ ঘটিকায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন স্বনামধন্য ঐতিহ্যবাহী নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ আয়োজন করেন জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা অনুষ্ঠান ও শহীদ পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রদর্শনী। এই অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক মাহমুদুন্নবী খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, ২৪ এর বিপ্লবের শহীদ আসিফের পিতা মাহমুদ আলম, কলেজের সকল বিষয়ের শিক্ষক মন্ডলী, কালিগঞ্জ উপজেলা সমন্বয়ক আমির হামজা, মারুফ হাসান, আবু ইসা ও নলতা কলেজের সমন্বয়ক মোঃ রনি শেখ, মোঃ হামিদুল ইসলাম, মোঃ সোহান, মোঃ হাসানুজ্জামান হাসান, সাংবাদিক অভিভাবক ও অত্র কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ ও সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষকদের পাশাপাশি সমন্বয়করা বর্তমান প্রেক্ষাপট, ২৪ এর বিপ্লব ও গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। সবশেষে প্রোজেক্টরের প্রদর্শনীর মাধ্যমে জুলাই এবং আগস্টের সকল নির্মমতা ও হাজারো রক্তের বিনিময়ে বিজয় অর্জনের স্থিরচিত্র প্রদর্শন করা হয়।

শেয়ার বাটন