পরিবারের সক্রিয় সহযোগিতা এবং ইতিবাচক মানসিক পরিবেশই রিল্যাপ্স প্রতিরোধে সহায়ক
নিজস্ব প্রতিনিধি: রিল্যাপ্স প্রিভেনশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যাক্তি মাদক, অ্যালকোহল বা অন্য কোনো আসক্তির পুনরায় শুরু হওয়া রোধ করতে সচেতনতাকে এবং প্রয়োজনীয় কৌশল প্রয়োগ করে। ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আওতাধীন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে বুধবার (২৪ সেপ্টেম্বর) রিল্যাপ্স পিভেনশন বিষয়ক এক সচেতনতামূলক পারিবারিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মনোচিকিৎসক ডা: মো: রাহেনুল ইসলাম। তিনি উল্লেখ করেন যে পরিবারের সক্রিয় সহযোগিতা এবং ইতিবাচক মানসিক পরিবেশ একজন নিরাময়প্রাপ্ত ব্যক্তিকে সুস্থভাবে সমাজে ফিরিয়ে আনতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।তিনি আরও বলেন যি থাকে রিল্যাপ্স প্রতিরোধের সঠিক কৌশল জানা থাকে, আসক্তিকে মুক্তি সহজ।
এই সভার মূল উদ্দেশ্য ছিল পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা মাদক নির্ভরশীল নারীরে সুস্থ জীবনে...
