Saturday, August 30সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

Day: August 12, 2025

খালিশাখালীর অবধৈ দখলদারি ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

খালিশাখালীর অবধৈ দখলদারি ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

দেবহাটা, সাতক্ষীরা
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও ভূমিদস্যুসহ সকল অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা আগের দিনের পুলিশ হতে চাই না। যা আইনসঙ্গত কাজ তাই হবে। পুলিশ জনতার, মানুষের জন্যই পুলিশ। এই লক্ষে আমরা কাজ করছি। কেউ যদি অন্যায়কারীদের আশ্রায় দিয়ে থাকেন সেও সমান অপরাধী। যারা সমাজে অন্যায় করে তাদের কাছে পুলিশের বার্তা পৌঁছে দিবেন। অন্যায় অপরাধ করে সমাজে টিকে থাকা যাবে না। অপরাধের শিকড় উপড়ে ফেলা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও ভূমিদস্যুসহ সকল অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হল। সাতক্ষীরাকে অবৈধ ভূমি দখল ও সন্ত্রাসের জনপদ তৈরী করতে দেওয়া হবে না। দেবহাটার খালিশাখালীর অবধৈ দখলদারি ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে তারা সাবধান হন। খুব দ্রুত ...