কালিগঞ্জে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে প্রবাসী পরিবারে লুট
হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) থেকেঃ চেতনা নাশক স্প্রে ছিটিয়ে সেলিনা বেগম নামে এক দুবাই প্রবাসী সহ বাড়ির সদস্যদের অজ্ঞান করে একটি দুর্ধর্ষ চোর চক্রের সদস্যরা নগদ ৫০ হাজার টাকা ১১ ভরি স্বর্ণ সহ বহু মূল্যবান জিনিস লুট করে নিয়ে গেছে । ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ২৩ নভেম্বর গভীর রাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামে দুবাই প্রবাসী সেলিনা বেগমের বাড়িতে ।প্রতিদিনের ন্যায় সকালে ঘুম থেকে না ওঠায় চাচি সাহিদা বেগম দরজা খোলা দেখে ভিতরে যেয়ে ঘর এলোমেলো অচেতন অবস্থায় দু,জনকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা দু,জনকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।বর্তমান কলি যোগা গ্রামের মৃত নুরুল ইসলাম সরদারের স্ত্রী সেলিনা বেগম( ৪৫ )এবং একই গ্রামের ফরিদ আহমেদের কন্যা রুবিনা বেগম (১৫) কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অচেতন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনার খবর পেয়ে বে...