সাতক্ষীরা জেলার উন্নয়নের প্রত্যয় নিয়ে কাশেম-সিদ্দীক প্যানেল
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা কার্যনির্বাহী পরিষদের (২০২৫-২০২৬ কার্যবর্ষ) নির্বাচন আগামী ২৯ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে বেশ কয়েকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে নির্বাচনে সভাপতি পদে প্রকৌশলী আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক পদে কাজী সিদ্দীকুর রহমানের প্যানেল অংশগ্রহণ করে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কাশেম-সিদ্দীক পরিষদ সকলের সহযোগিতা প্রত্যাশা করেছে।
কাশেম-সিদ্দীক প্যানেলের নির্বাচনী সাতক্ষীরা জেলা সমিতিকে উন্নয়ন সম্পৃক্ত করে ইশতেহার প্রকাশ করেছে। অতীতে সাতক্ষীরা জেলা উন্নয়ন বঞ্চিত ছিল। কাশেম-সিদ্দীক প্যানেল যশোর, নাভারণ থেকে মুন্সিগঞ্জ (শ্যামনগর) এবং ভোমরা থেকে খুলনা পর্যন্ত চার লেন রাস্তা উন্নতি করণ, সাতক্ষীরায় মৎস চষের বিকাশের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি ও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা, জলাবদ্ধতা নিরসনের জন্য জেলার স...