কালীগঞ্জের বরখস্তকৃত শিক্ষিকা মনিরাকে পূর্ণঃবহালের আদেশ
হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকেঃ বাবার মুক্তিযোদ্ধা কোটায় মনিরা জাহান চাকরি বাগিয়ে নিয়ে ২০১৭ সালের ১৮ অক্টোবরে সহকারী শিক্ষীকা হিসাবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শুইলপূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। প্রভাষক স্বামী আব্দুল গফুর ঢাকার একটি কলেজে চাকরি করার সুবাদে স্বামী সন্তান নিয়ে সেখানে বসবাস করেন। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ২০২০ সাল থেকে মাঝে মাঝে বিদ্যালয়ে আসলেও গত ২১ সালের জানুয়ারি মাস থেকে অদ্যবধি এক বারের জন্য হলেও পাঠদানের জন্য বিদ্যালয়ে আসেননি। ২০২২- ২৩ শিক্ষাবর্ষের ডি পি এড কোর্সে যোগদান করলেও সেখানে অনুপস্থিত থাকায় চতুর্থ টার্মের কার্যক্রম সম্পূর্ণ না করায় তাকে অব্যাহতি দেন সাতক্ষীরা পিটিআই সুপারেনটেন্ট। দীর্ঘদিন অনুপস্থিত ও কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটায় ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাকির হোসেন কয়েকবার ঐ শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ...