কালীগঞ্জে বিদ্যালয়ের মাঠে সবজি চাষ, শিক্ষার্থীরা অবরুদ্ধ
হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) থেকে: চাকুরী খাওয়ার ভয় দেখিয়ে উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সবজি চাষ করে কোমলমতি শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা গোলাম রসূল সরদারের বিরুদ্ধে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫৪ নং মুকুন্দ মধুসূদনপুর সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ২০ দিন ধরে এই কর্মকাণ্ড চললেও দেখার কেউ নাই । বিষয়টি উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দীর নিকট জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান । তবে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম মুস্তাফিজুর রহমান তাৎক্ষণিক প্রধান শিক্ষককের মোবাইল ফোন বন্ধ পেয়ে সহকারী শিক্ষক জাহিদের নিকট ফোন দিয়ে ঘটনার সত্যতা মেলে । তবে ওই সময় সবজি চাষী বিএনপি নেতা চ...