
সড়কে নীতিমালা প্রণয়ন থেকে বাস্তবায়ন সকল ধাপে তরুণ অংশগ্রহণ আবশ্যক
নিজস্ব প্রতিনিধি: সড়কে নীতিমালা প্রণয়ন থেকে বাস্তবায়ন সকল ধাপে তরুণ অংশগ্রহণ আবশ্যই থাকতে হবে। এমন মন্তব্য করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিদুল করিম। আজ ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস-২০২৪ উপলক্ষে বেলা ১১ টায় রাজধানীর শ্যামলীস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে “মানবতার সেবায় তারুণ্য” শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। তিনি বলেন, নীতি নির্ধারকরা নীতিমালা প্রণয়ন করবেন এবং সেই নীতিমালা সমূহ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে আইন প্রয়োগকারী সংস্থা।
আলোচনা সভায় শিক্ষার্থী সামেল যোহায়ের, ফারহিন রুহানী, নাবিল ওয়াসিত, মুহতাসিম শাহরিয়ার, মাহিদুল করিম এবং উমায়ের উপস্থিত থেকে সড়কে ট্রাফিক ব্যবস্থপানায় তাদের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন। এসময় সামেল যোহায়ের বলেন, দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলেও এবং ট্রাফিক পুলিশ দায়িত্ব নেয়ার পরেও সড়কের শৃঙ্খলা পর্যবেক্ষণে থাকবে তরুণরা। নাবিল ...