
সড়কে চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছে ডিএমপি
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: চলমান এইচএসসি পরীক্ষা ছাড়াও চলতি সপ্তাহে ঢাকা মহানগরীতে উল্টো রথযাত্রা, তাজিয়া মিছিলসহ বেশকিছু কর্মসূচি থাকায় নগরবাসীর জনদুর্ভোগ কমাতে ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগ সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন ট্রাফিক-দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান বিপিএম-বার, পিপিএম-বার।আজ শনিবার (১৩ জুলাই ২০২৪) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাপ্তাহিক ট্রাফিক আপডেট নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।যুগ্ম পুলিশ কমিশনার বলেন, চলতি সপ্তাহের তিনদিন এইচএসসি পরীক্ষা, ১৫ জুলাই উল্টো রথযাত্রা, ১৭ জুলাই পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল আছে। পাশাপাশি কোটাবিরোধী আন্দোলন চলছে। অতিবৃষ্টি ও সড়কে রাস্তা খোড়াখুড়ির কারণে যানজট আরো বেড়ে যায়। সবকিছু মিলিয়ে চলতি সপ্তাহে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ থাকছে। সম্মানিত নগরবাসীর জনভোগান্তি কমানো ও চলাচল নির্বিঘ্ন ...