
ডাকাতির ঘটনায় ডাকাত মিজানের আদালতে জবানবন্দি
দেবহাটা প্রতিনিধিঃ : সাতক্ষীরার দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ও জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুলিশ আরো দুই জনকে গ্রেপ্তার করেছে।শুক্রবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে দেবহাটা থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ধোপাডাঙা গ্রামের মিজানুর রহমান ওরফে মিজান ডাকাত (৫৭) এবং একই গ্রামের জাহাঙ্গীর হোসেন ওরফে চোর জাহাঙ্গীর (৩৭)। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিজান ডাকাত সাতক্ষীরার বিচারক হাকিম সালাহ্্উদ্দিনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।মামলার তদন্তকারি অফিসার দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের বাড়িতে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার সন্ধ্যার পর নিজ বাড়ি থেকে চোর জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তাকে শনিবার ...