চতুর্থবার মত শপথ নিলেন এবিএম মোস্তাকিম
বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে একটানা চতূর্থবার শপথ বাক্য পাঠ করলেন আলহাজ্ব এবিএম মোস্তাকিম। বুধবার (১২ জুন) বেলা ১১ টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শফথ বাক্য পাঠ করান হয়।উপজেলা পরিষদ এর ৪র্থ বারের চেয়ারম্যান ও একাধিকবার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এসেছেন।খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ শফথ বাক্য পাঠ করান। একই সাথে আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি-কেও আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়। এছাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়।এসময় আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর সফর সঙ্গী ছিলেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন...