কালীগঞ্জে বসন্তপুর সিন্ডিকেটের কবলে কাস্টমসের গরুর লট নিলাম বাতিল
হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: নীল ডুমুরে অবস্থিত ১৭ বিজিবির অধীনে বিভিন্ন সীমান্ত থেকে বিজিবির টহল দলের হাতে আটক ১৫ টি গরু, বাছুর, এড়ে গরুর লটের নিলাম সিন্ডিকেটের কবলে পড়ে লক্ষ্য পূরণের দাম না উঠায় কাস্টমসের নিলাম বাতিল করেছে নিলাম কর্তৃপক্ষ। গতকাল রবিবার (৩ জুন) দুপুর সাড়ে ১২ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর বিজিবির ক্যাম্প সংলগ্ন বসন্তপুর কাস্টমস গোডাউনের অফিসে এ ঘটনা ঘটে। সূত্র মতে সাতক্ষীরার ১৭ বিজিবি সদস্যদের হাতে আটক বিভিন্ন সীমান্ত থেকে ১৫ টি গরু, বাছুর, এড়ের ১ টি লট নিলামের জন্য রবিবার দুপুরে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়ে উপজেলা জুড়ে মাইকিং করা হয়। গতকাল নির্ধারিত সময়ে সাতক্ষীরার কাস্টমস এন্ড ভ্যাট অফিসের সুপারিনটেন্ট আব্দুল হাই, গোডাউন ইন্সপেক্টর মাহবুবুল আলম, ১৭ বিজিবি বসন্তপুর ক্যাম্পের হাবিলদার মহাসিন আলী এবং থানার উপ পরিদর্শ ফাহাদ হোসেনের উপস্...