
ট্রাফিক ব্যবস্থাপনা ওপর প্রশিক্ষণ নিয়ে এলেন ডিএমপির ১৩ কর্মকর্তা
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানে উন্নত ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ গ্রহণকারী ১৩ কর্মকর্তা। আজ সোমবার (২৭ মে) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৮-২৩ মে পর্যন্ত জাইকার ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি’ শীর্ষক প্রশিক্ষণ জাপানে অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে উন্নত ট্রাফিক ব্যবস্থাপনার ওপর বাস্তবমুখী গুরুত্বপূর্ণ ধারণাসহ জাপানের রোড ট্রাফিক সেফটি, অ্যাক্সিডেন্ট ডাটা অ্যানালাইসিস, ট্রাফিক সিমুলেশন্স, ট্রাফিক ওয়ার, পাবলিক রিলেশন্স অ্যান্ড অ্যাওয়ারনেস বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন ডিএমপির কর্মকর্তারা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যগণ হলেন-ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষ...