
সখিপুরে আহছানিয়া মিশনের ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রফিকুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ৯০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। সখিপুর আহছানিয়া মিশন কার্যালয়ে শুক্রবার ১৫ মার্চ বিকাল ৩টায় এই অনুষ্ঠান হয়। হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১৫ মার্চ নলতায় 'স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা"' প্রতিপাদ্যে সামনে রেখে, আহছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে মিশনের শাখা সম্প্রসারিত হয়। কেন্দ্রীয় মিশন, শাখা মিশন সমূহ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং অনুরাগী মিশনের প্রতিষ্ঠা বার্ষিকীকে (১৫মার্চ) 'আহছানিয়া মিশন দিবস' হিসেবে উদযাপন করা হয়। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সখিপুর আহছানিয়া মিশনের আয়োজনে মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব। বক...