
সমাবেশে সহিংসতা করার জন্য বিএনপি প্রস্তুতি নিয়ে আসছে: শিক্ষামন্ত্রী
সাজ্জাদুর রহমান ফরহাদ, লক্ষ্মীপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘অতীতেও বিএনপি এমন সমাবেশের ডাক দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা দেশ এবং জাতির অর্জনকে ম্লান করার জন্যই সমাবেশের ডাক দিয়েছে।বিএনপি তাদের কর্মীদের বলেছে, সমাবেশে আসার আগে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে। তার মানেই বিএনপি সমাবেশে সহিংসতা করার জন্য প্রস্তুতি নিয়ে আসছে। বিএনপি-জামায়াতের এ সমাবেশকে ঘিরে দেশবাসীর মনে নানারকম আশংকা সৃষ্টি হয়েছে।শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজর ৬ তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়েছে।মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ জনগণের দল। আমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তি, প্রগতি আর উন্নয়ন হাতে হাত ধরে চলে। তাই জনগণের জানমাল রক্ষার সার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগও ...