শিশু গৃহকর্মী হত্যাকারী মূল আসামী গৃহকর্মী গ্রেফতার
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর কলাবাগানের সেন্ট্রাল রোডের একটি বাসায় শিশু গৃহকর্মী হেনা হত্যা মামলার একমাত্র আসামি গৃহকর্ত্রী সাথী পারভীন ডলিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে কলাবাগান থানা পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, সাথী বাসায় মোবাইল ফোন রেখে পালিয়েছিলেন। তার সঙ্গে কোনো মোবাইল ফোন না থাকায় বিভিন্নভাবে তাকে খোঁজ করা হচ্ছিল। হঠাৎ করেই আমরা একটি মেসেজ পাই, যশোর কোতোয়ালি থানায় সাথী আছে। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে একটি টিমকে যশোরে পাঠানো হয়। পরিচয় শনাক্ত করে গ্রেফতার করেতাকে ঢাকায় আনা হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানোর কথা রয়েছে।
কলাবাগ...