এএসআই’র মানুষকে হয়রানি করে টাকা আদায়ের অভিযোগে
নিজস্ব প্রতিবেদকঃ মাদক দিয়ে যাকে তাকে ফাঁসানো, জমি বিরোধের নিষ্পত্তির নামে অর্থ নেওয়াসহ নানাভাবে মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে ময়মনসিংহের ভালুকা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পাইলট ভৌমিকের বিরুদ্ধে।
এমন সব অভিযোগে পুলিশের এই সদস্যের বিরুদ্ধে পৃথক চারজন ভুক্তভোগী পুলিশ সদরদপ্তর, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয় এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ সদরদপ্তর। এতে ক্ষুব্ধ হয়ে পুনরায় অভিযোগকারীদের হুমকি-ধামকি দিচ্ছেন পাইলট ভৌমিক।
জানা গেছে, হয়রানি থেকে রেহাই পেতে অনেকে এএসআই পাইলট ভৌমিককে টাকা দেন। তবে টাকা দিয়েও এই পুলিশ সদস্যের হাত থেকে তাদের মুক্তি মেলে না। অন্যদিকে ভুক্তভোগীদের অভিযোগের পর এরইমধ্যে দুটি অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে শুনানি শুরু করেছে পুলিশের ঊধ্বর্তনরা।
সম্প্রতি পুলিশ সদরদপ্তরের আসাদুজ্জামান সেলিম নামে একজন পাইলট...