
নবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানের পাতানো ফাঁদে দুই প্রতারক ধরা
মোঃ জুলহাজুল কবীর, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সমাজসেবা অফিসের কর্মচারী পরিচয় দেয়া দুই প্রতারক স্বামী স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। প্রতারকরা হলেন- উপজেলার শাল্টিমুরাদপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে হাবিবুর রহমান(৩৪) এবং তার স্ত্রী নাহিদা আফরোজ (২৫)।
প্রতারকরা উপজেলার বিভিন্ন গ্রামে নিজেদের সমাজসেবা অফিসের কর্মচারী পরিচয় দিয়ে প্রতিবন্ধী কার্ড, বয়স্ক- বিধবা ভাতা, গর্ভবর্তী ও মাতৃত্ব কালীন ভাতা, টিসিবি কার্ড করিয়ে দেয়াসহ সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি দেয়ার প্রলোভন দিয়ে এবং গরুসহ বেশী টাকা ঋণ দেয়ার কথা বলে গ্রামের সহজ সরল লোকজনের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়ে আসছিল।
এদিকে(১০সেপ্টম্বর) রবিবার সন্ধায় প্রতারক স্বামী-স্ত্রী উপজেলার দাউদপুর এলাকার এইচ সুলতানা(হাসিনা সুলতানা) নামক এক নারীর কাছ থেকে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে ৫৫ হাজার টাকা হ...