আশাশুনির কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে পাতানো নিয়োগের অভিযোগ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনির কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ৫টি পদে পাতানো নিয়োগের অভিযোগ উঠেছে। পরীক্ষার ভেন্যু ম্যানেজিং কমিটির সভাপতি ড. শিহাব উদ্দিন এর নিজ কার্যালয় সাতক্ষীরা সিটি কলেজে। প্রধান শিক্ষক সভাপতির স্ত্রী পারভীন সুলতানা। পাতানো নিয়োগ ও টাকা ফেরত চেয়ে সভাপতির বিরুদ্ধে আনুলিয়া ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছেন চাকরি প্রত্যাশী রেক্সোনা খাতুন ও মনিরুজ্জামান।এদিকে পরীক্ষার এক সপ্তাহ আগে প্রবেশপত্র প্রার্থীদের কাছে পৌঁছানোর কথা থাকলেও মাত্র ১২ ঘণ্টা আগে প্রার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে সই করানো হয়েছে বলে অভিযোগ করেছেন ওই স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও আয়া পদে প্রার্থী খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামের খালেদা খাতুন। তিনি জানান- গত ১০/৬/২০২৩ তারিখে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা পত্রিকায় কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ১জন ল্যা...