আশাশুনিতে দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-১২
বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মামলায় ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী'র নেতৃত্বে এস আই আমিনুল ইসলাম, মহিতুর রহমান, বিজন কুমার সরকার, মিঠুন মন্ডল, এএসআই মারুফ কবির, এনামুল মোল্যা সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা কালে গাজীপুর গ্রামের মৃত কেনায়েত সরদারের ছেলে মোঃ রমজান সরদার ও আঃ সামাদ গাজীর ছেলে মোঃ বাবু গাজীকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। এসংক্রান্তে থানায় ১(৯)২৩ নং মামলা রুজু করা হয়। সিআর পরোয়ানা-৩০৩/২২ এর আসামী আগরদাড়ী গ্রামের আব্দুল্লাহেল বাকীর স্ত্রী সোনামনি খাতুন, জিআর পরোয়ানা-১১২/২০ এর আসামী মহাজনপুর গ্রামের মৃত কপিল উদ্দীনের ছেলে আঃ ছালাম, নিয়মিত মামলার নং-২৮(৮)২৩ এর আসামী খাজরা ইউনিয়নের ইউপি সদস্য মৃত মোসলেম সরদারের ছেলে ইয়া...