
দরদি সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি: ‘ধরিত্রী সবুজেই সাজে’ প্রতিপাদ্যে ২৯ আগস্ট সাতক্ষীরার দেবহাটা উপজেলাব্যাপী শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদি'র বৃক্ষরোপণ কর্মসূচি। উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে দরদি'র সদস্যদের অংশগ্রহণে এই কর্মসূচি চলবে আগামী ০৪সেপ্টেম্বর পর্যন্ত।
এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৯আগস্ট) সকাল ৮.০০টায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। একই দিনে ক্রমান্বয়ে— সকাল ৯.০০টায় সখীপুর দীঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়; সকাল ১০.০০টায় সখিপুর আলিম মাদরাসা; সকাল ১০.৩০মিনিটে ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদ; ️সকাল ১১.০০টায় পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় এবং সকাল ১১.৩০মিনিটে পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। রোপণ করা বৃক্ষের মধ্যে আছে— কাঠগোলাপ, কামরাঙা, পেয়ারা, আমলকি, সফেদা, পাতাবাহার, ঝাও, লটকন ইত্...