
জাতীয় শিক্ষা সপ্তাহ এর পুরস্কার প্রাপ্তিতে দেবহাটায় সরকারি কেবিএ কলেজের সাফল্য
প্রভাষক মনিরুজ্জামান (মহসিন) : সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা পরিষদ হল রুমে ১০ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শিক্ষার গুণগতমান ও জাতীয় শিক্ষা সপ্তাহ'২৩ এর স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা পর্যায়ে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, দলগত বিজয়ী, শ্রেষ্ঠ শিক্ষক,শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সহ নানান ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সকলের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ানুর রহমান।
মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সোলায়মান হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম...