
দেবহাটায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুরুতে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ সহযোগীতায় অসহায ভুগিদের চেক ও সেলাই মেশিন বিতরন করা হয়। এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার ও মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ। বীর মুক্তি যোদ্ধা সাবুর আলী। এসময উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর ক...