
লালবাগে জাল রুপি ও টাকাসহ গ্রেফতার-৩
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: আজ শনিবার বেলা ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: জাফর হোসেন।বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় জাল রুপি, জাল টাকা এবং জাল রুপি ও টাকা তৈরির সরঞ্জামসহ জালিয়াত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো মোঃ মাহি, সাজ্জাদ হোসেন রবিন ও সাদমান হোসেন হৃদয়। এ সময় তাদের কাছে থেকে ১০ লাখ ২০ হাজার টাকার জাল নোট, ১ লাখ মূল্যের জাল রুপি ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, কালি ও কাগজ উদ্ধার করা হয়।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিসি লালবাগ বলেন, গ্রেফতারকৃতরা দুই ভাগে কাজ করতো। এক পক্ষ জাল টাকা তৈরি করতো। আরেক পক্ষ তৈরিকৃত জাল টাকা ও রুপি বাজারজাত করতো। তৈরিকারীরা প্রতি লাখ জাল টাকা ১০ থাকে ১২ হাজার টাকা ও রুপি ৭থাকে ৮ হজার টাকায় বিক্রি করতো।ডি...