লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের উদ্যোগে ইফতার আয়োজন
বিশেষ প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় এবারও লায়ন্স ক্লাব অফ ঢাকা ওয়েসিসের উদ্যোগে রায়েরবাজারে অবস্থিত অরচিন কেয়ার মাদ্রাসা ও এতিমখানার প্রায় ১৫০জন কোরআনের হাফেজ শিক্ষার্থীদের ইফতার করানো হয় এবং সেইসাথে উন্নতমানে রাতের খাবার বিতরন করা হয়
শুক্রবার (৩১ মার্চ) কোরআনের হাফেজ শিক্ষার্থীদের মাঝে এই কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ ঢাকা ওয়েসিসের ইফতার উইথ অরফানেজ কমিটির চেয়ারম্যান লায়ন এস. এম. সাহেদ হাসান এমজেএফ, রিজিয়ন ডিরেক্টর হেডকোয়ার্টার লায়ন এস. এম. মেহেদী হাসান এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন (ক্লাবস) লায়ন এড. হুমায়ন কবির বাদশা পিএমজেএফ, লায়ন্স ক্লাব অফ ঢাকা ওয়েসিসের সহ-সভাপতি লায়ন শেখ শাকিল আহমেদ, ক্লাবের কোষাধ্যক্ষ লায়ন শেখ আলতাফ মামুন, ক্লাবের ডিরেক্টর লায়ন মোঃ হাদিউজ্জান ও লিও আকিব দিপু, আরিফ মাহদী সহ আট জন লিও সদস্য উপস্থিত ছিল।
...


