
প্রতারণায় সর্বস্ব হারানো এক প্রবাসীর আর্তনাদ
নিজস্ব প্রতিবেদকঃ কিছু কিছু কষ্ট আছে যা বলার ভাষা থাকেনা। তারপরেও আপনাদের কাছে বলতে ইচ্ছে করছে অনেক, কেনো জানি আপনাদেরকে খুব বিশ্বাস হচ্ছে। আমি আজ থেকে ১২ বছর আগে দেশের মায়া মমতা ছেড়ে পাড়ি জমায় সূদুর প্রবাসে।তাহলে শুনুন আমার জীবনের সর্বস্ব হারানোর কাহিনি।
আমি তৌহিদ নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় বাড়ি। দীর্ঘদিন মধ্য পাচ্যের দেশ দুবাই তে অবস্থান করেছিলাম। দুবাইতে থাকাকালীন জরিনা( ৪৫) নামে এক মহিলার সাথে পরিচয় হয়। দীর্ঘদিন কথাবার্তার এক পর্যায়ে জরিনাকে বিয়ে করি। বিয়ের কিছুদিন ভালোই চলছিলো।ভালোবাসে বিয়ে করা জরিনাকে এক পর্যায়ে ভিসা দিয়ে দুবাই নিয়ে যায়। কিছুদিন যাবার পর আমার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার করে দেয় জরিনাকে। ব্যবসা বাড়ানোর জন্য দুবাইতে জরিনার নামে একটা লাইসেন্স করে দেয় নাম ছিল zarina Akhter building cleaning services। লাইসেন্স করে দিবার পরই জানতে পারি জরিনার আসল পরিচয়। একের পর এক...