
জয়পুরহাটের ২দিন ব্যাপী লোকসঙ্গীত উৎসব অনুষ্ঠিত
আবু রায়হান, জয়পুরহাটঃ এক সময়ের বিমোহিত করা পল্লীগান ‘কলকল ছলছল নদী করে টলমল---’সহ প্রায় ৩০০ গানের গীতিকার-সূরকার একেএম আব্দুল আজিজ ছিলেন জয়পুরহাটের কৃতি সন্তান। ১৯২২ সালের ২৮ ডিসেম্বর জয়পুরহাটে জন্মগ্রহন করে অনেক জনপ্রিয় গান সৃষ্টি করে পারি জমিয়েছেন পরপারে। তাই জয়পুরহাটের প্রথিতযশা এই সঙ্গীত প্রেমীকে স্মরনীয় করতে আয়োজন করা হয় কিংবদন্তী সঙ্গীত বিষেজ্ঞ একেএম আব্দুল আজিজের জন্মশত বার্ষিকী।
এ উপলক্ষে গতকাল ১০ মার্চ শুক্রবার বিকাল থেকে দুই দিন ব্যাপী চলছে লোক সঙ্গীত উৎসব। শহীদ ডাঃ আবুল কাসেম ময়দানে এ উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট লোকসংস্কৃতি ও গবেষক ড. জেসমিন বুলি। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার নূরে আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামছুল আলম, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের লোক সঙ্গীত বিভাগের প্রধান ড. কমল খালিদ, ভারতের ত্রিপুরা ফোক একাডেমীর সাধারণ সম্পা...