
কালিগঞ্জের স্কুল শিক্ষক শহিদুল ইসলামের উপর হামলা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে স্কুল শিক্ষক শহিদুল ইসলামের উপর হামলা হয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা হলেও আসামীরা রয়েছে বেপরোয়া। অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার সন্নাসীর চক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পূর্ব নলতা গ্রামের মৃত ঈমান আলী মোল্যার পুত্র শহিদুল ইসলামের সাথে সহোদর (ভাই) শাহাদৎ হোসেন সাজু (৩৯), রেজাউল ইসলাম নেজু (৩৭), আজগর আলী মোল্যা (৪৪) ও আমজাদ আলী মোল্যা (৪২) দের সাথে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরধরে গত ৩০ আগষ্ট-২২ তারিখে বেলা সাড়ে ১২ টায় পূর্ব পরিকল্পিত ভাবে বে-আইনে জনতা দেশীয় অস্ত্রে শস্ত্রে দলবদ্ধ হয়ে আমজাদ আলী মোল্যার বাড়ির সামনে পথরোধ করে শহিদকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত যখম করে এবং হাতের রগ কেঁটে ফেলে। এসময়ে তার কাছে থাকা দশ হাজার টাকা, দামী মোবাইল, ছিনিয়ে নেয়। ঘটনার সংবাদে স্থানীয় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ...