
বেসরকারি অফিসের সময়ও কমতে পারে: তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি অফিসের সময়ও কমানো হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বুধবার (২৪ আগস্ট) থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচিতে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস শুরু হলেও বেসরকারি অফিসের বিষয়ে পরে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
বুধবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বেসরকারি অফিসের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা না হলেও আমার মনে হয় যদি সরকারি অফিস ও ব্যাংক আগে বন্ধ হয়, তাহলে স্বাভাবিকভাবে তারাও কর্মঘণ্টা কমাতে পারে।
সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি পরিবর্তন হওয়ায় সেবা দেওয়ায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না বলেও জানান তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমি খ...