
ফরিদপুরে ৩শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু মানমন্দির
নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় সম্পূর্ণ দেশি অর্থায়নে প্রায় ৩শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক বঙ্গবন্ধু মানমন্দির। ২০২৪ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মানমন্দির ও পর্যটন কেন্দ্রটি নির্মিত হলে কৃষিনির্ভর এই অঞ্চলের মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন হবে।
কর্কটকান্তি, মকরকান্তি ও বিষুবরেখা নিয়ে পৃথিবীর পূর্ব-পশ্চিমে তিনটি রেখা কল্পনা করা হয়। আর উত্তর-দক্ষিণে আছে চারটি রেখা- শূন্য ডিগ্রি, ৯০ ডিগ্রি, ১৮০ ডিগ্রি এবং ২৭০ ডিগ্রি। রেখাগুলো মিলে পৃথিবীকে ১২টি জায়গায় ছেদ করেছে।
গুরুত্বপূর্ণ ওই ১২টি বিন্দুর ১০টিই পড়েছে সাগর-মহাসাগরে। একটি সাহারা মরুভূমিতে; সেখানেও মানুষ যেতে পারে না। অন্য বিন্দুটি পড়েছে সমতল ভূমিতে; যার অবস্থান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গারদিয়া গ্রামের কৃষিজমিতে।
সেই জমিতেই নির্মিত হচ্ছে আন্তর্জাতিক বঙ্গব...