Thursday, March 28সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

Day: December 1, 2021

এইডস দিবসে ঢাকা আহছানিয়া মিশনের র‌্যালি

এইডস দিবসে ঢাকা আহছানিয়া মিশনের র‌্যালি

জাতীয়
বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এর সামনে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে বর্ণাঢ্য এক র‌্যালি অনুষ্ঠিত হয় ১ ডিসেম্বর বুধবার। র‌্যালিতে ঢাকা আহছানিয়া মিশনের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।এ প্রসঙ্গে প্রকল্প সমন্বয়ক মো. শাহেদুল হক বলেন, এখন পর্যন্ত নিরাময়যোগ্য কোন চিকিৎসা ব্যবস্থা না থাকায় এইডস এ মৃত্যু অবধারিত। তবে কিছু কিছু বিষয়ে সচেতন থাকলে এইডস থেকে দূরে থাকা কঠিন কিছু নয়। আমাদের র‌্যালির মূল উদ্দেশ্য হলো মানুষকে এইডস এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করা। যাতে মানুষ সচেতন হয় ও এইডস এ আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ না করে।UNODC এর সহায়তায় Prevention of HIV amongst the most at risk Prisoner in Bangladesh প্রকল্পের আওতায় এই র‌্যালিটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। ...