Sunday, September 7সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সয়াবিন তেল চুরি, থানায় অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের বনবিথি এলাকায় একটি দোকানের তালা ভেঙে বুধবার (৯ মার্চ) দিবাগত রাতে সয়াবিন তেল চুরির ঘটনা উঠেছে।

দোকানের মালিক শাহেদ বলেন, দোকান থেকে তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে। এতে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

মৌলভীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলার নাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, চুরির বিষয়ে শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার বাটন