Friday, September 5সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

স্পিকারের সাথে বিদেশি মিশন প্রধানগণের স্পাউজদের সাক্ষাৎ

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকায় কর্মরত ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, ফাও, বিমসটেক, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, সুইডেন, অষ্ট্রেলিয়া, চীন ও ভারতের মিশন প্রধানদের স্পাউজরা সৌজন্য সাক্ষাৎ করেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকারের সাথে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে তারা জাতীয় সংসদের গঠনশৈলী ও সংসদের বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম স্থাপত্যশৈলী সম্পন্ন স্থাপনা। বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান এই ভবনের মূল স্থপতি। তিনি বলেন, সংসদ ভবনের মূল নকশা ঠিক রেখে সংসদ ভবনের রক্ষণাবেক্ষণ করা হয়।

স্পিকার বলেন, বিদেশি মিশন প্রধানদের স্পাউজদের সংগঠন ফোসা একটি অন্যন্য সংগঠন। এই সংগঠন আর্ত মানবতার সেবায় কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। এ সময় তিনি জাতীয় সংসদ ভবন পরিদর্শনের জন্য বিদেশি মিশন প্রধানদের স্পাউজদের ধন্যবাদ জানান।

শেয়ার বাটন