
নিজস্ব প্রতিনিধি: ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে সেফগার্ডিং পলিসি ও কোড অফ কনডাক্ট বিষয়ক অবহিতকরন সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) বেলা ১২ টায় ভার্রচুয়াল প্লাটফর্মের মাধ্যমে সেফগার্ডিং পলিসি ও ডাম এর কোড অফ কনডাক্টের উপর আবহিতকরণ সেশনটি অনুষ্ঠিত হয়।
উক্ত সেশনের মূল উদ্দেশ্য হলো প্রকল্পের কর্মী, পরামর্শক, স্বেচ্ছাসেবক, অংশীদার এবং প্রকল্পের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহনকারীর নিরাপত্তা , শিশু সুরক্ষা, কর্মীসুরক্ষা, বৈষম্যহীন, যৌন হয়রানী, নির্যাতন ও নিপীড়ন মুক্ত পরিবেশ তৈরী করা। এই অরিয়েনটেশনের মাধ্যমে কর্মীর শিশু সুরক্ষা, সেভ গার্ডিং, কোড অফ কনডাক্ট, যৌন নির্যাতনের ধরণ, রিপোটিং, রিপোটিং পরবর্তী করনীয়, তদন্ত প্রতিবেদন প্রস্তুত, এই কর্মকান্ডের সাথে জড়িত সকলের শাস্তির বিধান ইত্যাদি বিষয়ে অবহিত করা হয়।
ওরিয়েন্টেশন সেশনেটি উদ্বোধন করেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার সালিমা সুলতানা। তিনি অনলাইনে ও স্বশরীরে উপস্থিত সকল কর্মীদের উদ্দেশ্যে বলেন যে, ঢাকা আহ্ছানিয়া মিশন ফিমেল সেক্স ওযার্কার ইন্টারভেনশনের সাথে জড়িত সকল কর্মী, পরামর্শক, স্বেচ্ছাসেবক, অংশীদার এবং কর্মসূচীর সাথে যুক্ত সকল উপকারভোগীর নিরাপত্তা, সুরক্ষা ও যৌন হয়রানী মুক্ত কর্মপরিবেশ তৈরীর দায়িত্ব ডাম ও এর সথে যুক্ত সকল কর্মকর্তা ও কর্মীদের। এছাড়াও এই ধরনের ওরিয়েন্টেশন নিসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
ওরিয়েন্টেশন সেশনেটি পরিচালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের সেফগার্ডিং কমিটির ফোকাল ও প্রজেক্ট ম্যানেজার মাহফিদা দীনা রুবাইয়া, সিনিয়র হিউম্যান রিসোর্স অফিসার সাম্মিয়া সাকিন ও প্রকল্প ম্যানেজার মো: কামরুজ্জামান।
উক্ত ওরিয়েন্টেশনে সকল কর্মী, ডিআইসি ম্যানেজার, সাব-এ্যাসিসটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার এবং ফিল্ড অর্গানাইজারসহ মোট ৩৫ জন কর্মী অংশগ্রহন করেন।