হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। জনগণের প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের কল্যাণে নব-নির্বাচিত সংসদ সদস্যদের কাজ করতে হবে।
সোমবার (২৯ জানুয়ারি) সংসদ ভবনস্থ শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদে নব-নির্বাচিত সংসদ সদস্যদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মসূচির দ্বিতীয় দিনে এসব কথা বলেন তিনি।
নূর-ই-আলম চৌধুরী বলেন, সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু বাংলাদেশ জাতীয় সংসদ। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের উল্লেখযোগ্য কাজ।
আইটি বিষয়ক সেশন গ্রহণকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন শেষে স্মার্ট বাংলাদেশ নির্মাণে সরকার কাজ করছে। তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হচ্ছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। স্মার্ট সংসদ গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ নজরুল ইসলাম বাবু, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।