Thursday, April 25সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটোর মাঠ দিবস পালিত

সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো -৪ , ৮ ও ১১ জাতের অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাটরা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাজীপুর বিএআরআই’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তপক্ষ (ডিটিসিএ) নির্বাহী পরিচালক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সাবিহা পারভীন, গাজীপুর বিএআরটিআই পরিচালক ড. অর্পূব কান্তি চৌধুরী, কৃষি সম্প্রসারণ খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো.ফজলুল হক, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, খুলনা গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুনর রশিদ সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন,
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড ৪ , ৮ ও ১১ জাতের টমেটো শীতকালীন ফসল হলেও বর্তমানে গ্রীষ্মকালীন জাত উদ্ভাবিত হওয়ায় অসময়ে চাষাবাদে অধিক মুনাফা অর্জন করা যায়। বিগত কয়েক বছরে সাতক্ষীরা অঞ্চলে উচ্চ মূল্যের ফসল হিসেবে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিঘা প্রতি ১ লক্ষ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উৎপাদন খরচে উৎপাদন খরচ বাদে প্রায় দেড় লক্ষ টাকা আয় করা সম্ভব। যা একই সময়ে আমন ধানের তুলনায় অধিক লাভজনক।

গ্রীষ্মকালীন টমেটোর আবাদ সম্প্রসারনের জন্য কৃষি মন্ত্রনালয়ের নির্দেশে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ উদ্যোগ গ্রহন করেছে। কৃষকদের পাশে সবসময় রয়েছি যাতে কৃষকরা ভালো দাম পায় সেজন্য আমরা দেশের বাহিরে থেকে আসা এলসি বন্ধ করবো বলে আস্বস্ত করেন।

শেয়ার বাটন