Friday, April 4সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সরকারের উন্নয়ন প্রচারে কাপাসিয়ায় কৃষকলীগের গণসংযোগ ও পথসভা

সাইদুল ইসলাম রনি, গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ কৃষকলীগ কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে শেখ হাসিনার সরকারের উন্নয়ন প্রচারে বিভিন্ন হাটবাজারের গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও প্রচার পত্র বিতরণ করা হয়েছে।  

গতকাল সোমবার (২ অক্টোবর) বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সন্মানিয়া ইউনিয়নের আড়াল বাজারে গণসংযোগ করেন কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা আলম আহমেদসহ শতাধিক নেতাকর্মী।

উন্নয়ন প্রচারের সময় হাট বাজারে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। প্রচারপত্রে লেখা ছিলো-শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। নৌকা যাঁর আমরা তাঁর। উন্নয়নের সরকার বার বার দরকার, শেখ হাসিনার সরকার বার বার দরকার।

আলম আহমেদ বলেন,আমি বাজার ঘুরেছি।ছোট কালের অনুভূতি আজ আমার খুব ভালো লেগেছে।সবাইকে সাথে নিয়ে আজ সরকারের উন্নয়ন প্রচার করেছি। তিনি বলেন, আপনারা সরকারের এই উন্নয়নকে ঘরে ঘরে পৌছে দিবেন।

কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা আলম আহমেদ, কৃষকলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আ.রশিদ সরকার, মজিবুর রহমান আঙুর, জানে আলম কনক, হাফিজুল হক চৌধুরি আইয়ুর, মাহবুবুর রহমান রকেট,শাকিল হাসান মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।উন্নয়ন প্রচারের সময় নেতাকর্মীরা শেখ হাসিনার সরকার বার বার দরকার বলে স্লোগান দেন। একই সাথে সর্বস্তারের জনগণের হাতে প্রচারপত্র বিলি করেন।

শেয়ার বাটন