Wednesday, September 3সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের কৃতি ছাত্র কাব্য ঘোষের জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন

বিশেষ প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২২ জাতীয় পর্যায়ে সেরা মেধাবীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরার দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র কাব্য ঘোষ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি মহোদয় দ্বয়ের হাত দিয়ে মেডেল, সার্টিফিকেট, প্রাইস মানি ও বহু মূল্যের কিছু বই পুরস্কার লাভ করায় অত্র কলেজের সভাপতি, অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারিবৃন্দ আনন্দিত ও গর্বিত।তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন কলেজ সভাপতি সহজ সকলে।

উল্লেখ্য এর আগে স্কুল পর্যায়ে সে উপজেলা, জেলা, বিভাগ, এবং জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছিল।

শেয়ার বাটন