

রফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) সাতক্ষীরা’র উদ্যোগে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জাজ) মনিরুল ইসলাম।
জেলা পিপিজে এ্যকটিভিটি প্রোগ্রাম ম্যানেজার ইউনুছ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ গোলাম রব্বানী ৪,৫,৬ সদস্য রেহানা খাতুন, ৭,৮,৯ সদস্য জুলেখা খাতুন নুর মোহাম্মদ গাজী,রবিউল ইসলাম, নাজিম উদ্দিন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডাঃ নজরুল ইসলাম আবুল হোসেন, আবুল কালাম সহ ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, দফাদার ও গ্রামপুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা।