

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুরে শত্রুতার জেরে মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে শতমন মাছ ধবংসের খবর পাওয়া গেছে। এই ঘটনায় মাছ চাষীর ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
বুধবার রাতে সখিপুর আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি, সখিপুর মোড় মসজিদের সভাপতি ও সমাজ সেবক মোকলেছুর রহমানের সাদা মাছের ঘেরে এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় প্রায় ৯০- ১০০ মন মাছ মারা গেছে বলে জানান মোখলেছুর রহমান।
সকালে এ অবস্থা দেখে একেবারে ভেঙে পড়েন তিনি। তাঁর সঙ্গে আলাপ কালে তিনি বলেন, যে কেউ প্রতিহিংসার বশবর্তী হয়ে রাতের অন্ধকারে গ্যাস ট্যাবলেট দিয়ে এই ধ্বংস করেছে। সকাল থেকে মানুষ যে যার মতো মাছ নিয়ে গেছে। এখনোও কয়েকমণ মাছ টোপাপানার মতো ভাসছে।