Monday, September 1সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

শোক দিবস উপলক্ষে কুলিয়া ইউনিয়ন আ’লীগের সভা

রফিকুল ইসলাম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ দেবহাটা কুলিয়া স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহ ৪৮তম শাহাদত বার্ষিকী ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, ৩ রা আগষ্ট কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়।কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিধান বরের সঞ্চালনায়, কুলিয়া আওয়ামীলীগ অফিস চত্তরে উক্ত বর্ধিত সভায়, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুছের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, বিশেষ অতিথি দেবহাটা উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি,দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নৌকার কান্ডরী আল হজ্ব আসাদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,স ম গোলাম মোস্তফা সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কুলিয়া ইউ পি চেয়ারম্যান আছাদুল হক।সহ উপজেলা আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় প্রতিটি ওয়ার্ডে শোক দিবস পালনের কর্মসূচী গ্রহন করা হবে বলে জানান।

শেয়ার বাটন