

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর জালিয়াতির ঘটনায় ব্যাংকের বেতন ভাতা স্থগিত হওয়ায় বেতন ভাতা বোনাস না পেয়ে ক্ষুব্ধ শিক্ষক কর্মচারীদের প্রতিবাদ বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক অজয় মণ্ডল শাশুড়িকে নিয়ে পালিয়ে রক্ষা। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১২ জুন) বেলা ১১ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর পি, কে এম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। উক্ত ঘটনায় বিদ্যালয় এর ১৮ জন শিক্ষক কর্মচারীরা গতকাল বেলা ১১ টা সময় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন দীপঙ্কর দাস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহের নিকটে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে । অভিযোগের সূত্র এবং অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক নির্মল ঘোষ, সহকারী শিক্ষক সন্ন্যাসী মিস্ত্রি, মৃণাল কুমার পাল,ু কল্যাণ সরকার, লিটন কুমার, রাধেশ্যাম ছাড়াও একাধিক শিক্ষক কর্মচারীরা সাংবাদিকদের জানায় বিদ্যালয়ের জন কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে সভাপতি দেবদাস মন্ডল এবং প্রধান শিক্ষক অজয় মন্ডল গংয়ের সঙ্গে বিরোধ চলে আসছে। উক্তু বিরোধকে
করে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতিত মনিরামপুর ডিগ্রী কলেজের প্রভাষক সুব্রত সরকার এবং বিদ্যুৎসাহী সদস্য সমীর মন্ডলের ইন্ধনে মে মাসের বেতন-ভাতার বিলে সভাপতির স্বাক্ষওর জালিয়াতি করে নলতা রূপালী ব্যাংকে জমা দেয় এখানে সভাপতির স্বাক্ষর না থাকায় ব্যাংকের ব্যবস্থা হোক ফিরোজ হোসেন বেতনভাতার বিল স্থগিত করে দেন নিয়োগ বাণিজ্য এবং উক্ত বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের গঠিততিন সদস্য বিশিষ্ট তদন্ত দল গতকাল দিনভর ভাসিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় সভা করে নিয়োগ দেওয়ার পক্ষে উপনীত হন এ খবর পেয়ে স্কুলের বিদ্যুৎসাহী সদস্য সমীর মন্ডল প্রধান শিক্ষককে সেখান থেকে ভাগিয়ে নিযেএলাকায় চম্পট দিয়ে চলে যায় গতকাল বেলা আনুমান ১১ টার দিকে স্কুলের শিক্ষক কর্মচারীরা প্রধান শিক্ষকের নিকট বেতন বিলে স্বাক্ষর করতে বললে। তিনি স্বাক্ষর না করায় শিক্ষক-কর্মচারীরা প্রতিবাদ বিক্ষোভ প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে ফেলে। ওই সময় স্কুলে বসে থাকা বিদ্যুৎসাহী সদস্য সমীর মন্ডল প্রধান শিক্ষক অজয় মন্ডলের শাশুড়ি আরতীবালা কে খবর দিয়লো স্কুল ক্যাম্পাসে নিয়ে আসে ওই সময় শিক্ষক-কর্মচারীদের তোপের মুখে শাশুড়ি আরতি বেলাকে নিয়ে স্কুল থেকে পালিয়ে যায় বর্তমান স্কুলের শিক্ষক কর্মচারীরা সামনে ঈদুল আযহার বেতন ভাতা না পেয়ে ঈদ উৎসব পালনে অনিশ্চয়তা দেখা দিয়েছে সাবেক সভাপতি সুব্রত সরকার এবং সমীর গঙ্গের নিয়োগ বাণিজ্যের পছন্দের প্রার্থী নিয়োগ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে কালিগঞ্জ সহকারি জাজ আদালতে মামলা দায়ের করে নিয়োগ কার্যক্রম ঝুলিয়ে রেখেছে অন্যদিকে নিয়োগ প্রার্থীদের নিয়োগ নাদয় তারা একই আদালতে নিয়োগ পাওয়ার দাবীতে আরো একটি মামলা দায়ের করেছে বর্তমান সভাপতি গং এবং সাবেক সভাপতি সমীর গং এর রশি টানাটানিতে অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের দফারফা সারা।