হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আল শাহরিয়ার হোসেন হত্যা মামলাসহ ১৫টি মামলার এজাহারনামীয় আসামি আমিনুল ইসলাম ওরফে হৃদয়কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
রবিবার (৩ নভেম্বর) রাত পৌনে তিনটার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকালে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যোগ দেন আল শাহরিয়ার হোসেন। এ সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এতে আল শাহরিয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মো. মনির হোসেন গত ৩ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আল শাহরিয়ার হোসেন হত্যায় জড়িত আমিনুল ইসলাম ওরফে হৃদয়কে গ্রেফতার করা হয়। এছাড়াও গ্রেফতার আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ১৫টি মামলা রয়েছে। এছাড়াও তিনি শাহবাগ থানার একটি চুরির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।